মায়াবিনী শরৎ
- প্রসূন গোস্বামী

ভোর হয়েছে, পাতার তলে হাসে হঠাৎ আলতো রোদ,
দীর্ঘশ্বাসের ভার ঝেড়ে ফেলে, জাগে যেন নতুন বোধ।
বাতাসে আজ কিসের গন্ধ, ধূপ নয়, ফুলেরও নয়—
কোনো এক প্রাচীন সুরের, পুরোনো চিঠির পরশ বয়।
পুকুরজলে স্বচ্ছতা আজ, তলায় হাসে একজোড়া হাঁস,
চোখ বুজলে স্পষ্ট দেখা, স্বপ্ন নয়, এ এক সর্বনাশ।

আকাশে আজ মেঘের খেলা, নেই কোনো বৃষ্টির রেখা,
তবু মাঝে এক টুকরো মেঘ, তুলোর পুতুল একলা দেখা।
শরৎ আসে চুপিসারে, পদশব্দ শোনেনা কেউ,
অবাস্তবের জাদুমন্ত্রে ঢেউ তোলে অনুভবের ঢেউ।
প্রকৃতি আজ গল্প শোনায়, মানুষ তার কথা ভুলে,
এ এক ঘোর, স্বপ্ন-জাগরণ, সব সংশয় যায় উড়ে।


১৭-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।