দহন
- প্রসূন গোস্বামী
যেখানে দেখা হয়েছিল মধুপবনের পারে—
সেখানে আজো দেখি ছায়া একাকী অন্ধকারে।।
শহরে দগ্ধ হাওয়ায় কেবলি শোনা যায়, হায়,
মন্দিরের ঘণ্টাধ্বনি নীরব প্রহরে ফিরে ফিরে।।
দুজনের স্মৃতিগল্পে বিষাদ সুর বহে,
দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল বয়ে।।
আর তো দেখি না সেই কুহেলি মায়াকে,
কালের কাঁটা পিছন ফিরে ফিরে।।
২১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।