আবরণ ও অনাবরণ
- প্রসূন গোস্বামী

আরামের পরিধেয় জীর্ণ বাস, পুরাতন সুখে।
প্রতারণা আঁকে মুখ রঙের প্রলেপে, চাতুরী সম্মুখে।
অহংকার হাঁটে ওই সাঁটা জুতোয় – কষে বাঁধা তার চলন,
আর সৌন্দর্য নগ্ন— মুক্ত তার দেহ— করে সে আপন পথ-বিচরণ।


২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।