অভিনিষ্ক্রমণের নকশা
- প্রসূন গোস্বামী

দীর্ঘ পথের, গোপন পথের,
স্বপ্ন মরে, শব্দ কাঁপে;
সাতটি সভার, সাতটি ছাপের,
নিখুঁত ছলে হিসেব মাপে।

ধীরে ধীরে তারা বাঁধছে জাল,
সূক্ষ্ম সুতোয়, নিয়ম এঁটে;
ছিন্ন হবে কালের কাল,
শিকড়-ছোঁয়া ভূমি কেটে।

প্রতিটি দিন, প্রহর ধরে,
কঠিন পণে সাজায় খেলা;
কেমন করে, কখন ভোরে,
শূণ্য হবে আপন মেলা।

নিঃশব্দে হয় হিসাব শেষ,
স্বর্ণ ফসলে বিষের দানা;
এই জনপদ, এই প্রদেশ,
আজকে যেন অন্য মানা।


২৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-১০-২০২৫ ০৩:২৯ মিঃ

ভীষণ সুন্দর