বাঁচার ডাক উঠুক
- প্রসূন গোস্বামী
আকাশ জুড়িয়া
গভীর আঁধার,
সূর্য ঢাকে মেঘে।
পথে ঘাটে শুনি
কেবলি গর্জ্জে,
চিত্ত ওঠে কেঁপে।
শান্তি খুঁজিয়া
ফিরি যে দিকে,
কাঁটা দিয়ে ঘেরা সব।
আলোর প্রদীপ
কোথায় জ্বালে,
নীরব রবে রব?
ঘরে ঘরে দেখি
সন্দেহ বসা,
বন্ধু নাহি জানে।
নিজের ছায়াও
ভয় দেখায়,
কে বা কার পানে?
উঠোনেতে ফোটা
কামিনীকলিকা,
তাও সহে ত্রাস,
কল্লোলমুখর
নদীর স্রোতেও
জমেছে বিষশ্বাস।
হিংস্র ইশারা
হাতেতে লুকায়,
মিষ্ট কথা কয়,
মিথ্যা মন্ত্রে
সকলেরে বাঁধে,
শুধু রচে ভয়।
মানবের প্রাণ
শঙ্কাতে কাঁপন,
কাঁপে ধরিত্রী, মা,
কিসের দম্ভে
রুধিতে চাহিছে
প্রাণের পবিত্রতা!
ওদের আস্ফালন
রবে না চিরদিন,
মিথ্যা হয় ক্ষয়।
ফুলের সৌরভ
ফুরাবে না কভু,
হবে না তা লয়।
বজ্রের সজ্জা
কেন রে সাজাও,
এসো জীবনের তরে,
ভেঙে দাও ভয়,
বাঁচার ডাক উঠুক
সব বাধা ছাপিয়ে জোরে।
১১-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।