চোখে তুমি লাগাও উষ্ণ নেশা
- প্রসূন গোস্বামী
চোখে তুমি লাগাও উষ্ণ নেশা, এ কি শুধু দৃষ্টির ছল?
এ কি শুধু মায়া, ক্ষণিকের জলচ্ছল?
নাকি এ তোমারি স্পর্শ, প্রাণের গহীনে রচিল আসন;
যেমন মেশে সুরা, গভীর রাতের নীরবতা, আর আনমনা মন।
তোমার কি কেবল রূপ, আঁকা ছবি সিক্ত তুলিতে?
নাকি সে উষ্ণ ঘ্রাণ, পবনে মিশেছে প্রতি রন্ধ্রে, প্রতি ভুলিতে?
ওই যে কুয়াশা ভেদি সূর্য ওঠে লালিমা মেখে,
তোমার অধর কি গো প্রাতে আসে সে ছোঁয়া রেখে?
তোমার কণ্ঠস্বর কি কেবলই ধ্বনি, বাতাসে হারায়?
নাকি সে লীন হয় মোর শিরায় শিরায়, এক অনন্ত ধারায়?
একদিন ছিল এ মন কেবলই আপন, একলা বিহঙ্গ।
আজ দেখি, প্রতি স্পন্দনে বাজে তোমারি তরঙ্গ।
মোর ধমনির গভীরে, তোমারি উষ্ণতা পাই,
তৃষ্ণার প্রতি ফোঁটায়, তোমারি আকুতি চাই।
ওই যে বসন্ত আসে, ফুল ফোটে নীরব আবেশে,
তোমারি হাতের পরশ কি গো, লেগে থাকে তার রেশে?
যে জল পান করি, তাতেও কি মিশে নেই তোমারি সুধা?
নাকি এই প্রেম শুধু মনের কল্পনা, এক মিষ্টি ক্ষুধা?
না না, তুমি নও শুধু ছবি, পটে আঁকা কোনো ললনা,
তুমি যে স্পন্দন, প্রতি শ্বাসে মোর যা রচে বন্দনা।
তুমি নও কোনো তারা, দূরে জ্বলে শুধু একা,
তুমি যে মোর গভীরে, প্রতি কণায় চিহ্ন রেখেছ আঁকা।
তোমারি ছোঁয়ায় এই পৃথিবী উষ্ণ, এই বাতাস মদির,
প্রমাণ কি চাও আরো? মোর অস্তিত্বে তুমি স্থির।
মোর রক্তে যে অগ্নি, সে তো তোমারি দান,
তোমারি পরশ, আমার সকল সত্যের অভিমান।
৩০-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।