আদিম মরুভূমি
- মিলন সব্যসাচী
তোমার মাঝে আমার মাঝে
আছে অনেক মিল,
দু’জন জানি কোন বেদনায়
কাঁদে যে কার দিল।
তোমার মাঝে থাকবো আমি
আমার মাঝে তুমি,
শুভ্রজলে সিক্ত হবে
আদিম মরুভূমি!
০৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
তোমার মাঝে আমার মাঝে
আছে অনেক মিল,
দু’জন জানি কোন বেদনায়
কাঁদে যে কার দিল।
তোমার মাঝে থাকবো আমি
আমার মাঝে তুমি,
শুভ্রজলে সিক্ত হবে
আদিম মরুভূমি!
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।