আগুনের মেঘে কামনার পদচিহ্ন
- প্রসূন গোস্বামী
হেমন্তের অরণ্যে তুমি বাড়িয়েছ আগুনের দিকে পা
বুকের গভীরে মেশে তৃষ্ণার অস্থির নীল হাওয়া
হয় দাও নাক্ষত্রিক সুধা, তীব্র দেবভোগ্য কোনো সুখ
নয়তো হলাহল হোক এ-বেলার শেষ পানীয়
আমি তো মরণ ছুঁয়ে চিনে নেব জীবনেরই স্বাদ।
১৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।