রক্তিম অন্ধকার
- মিলন সব্যসাচী
বাতাসের সিঁড়ি ভেঙে নীলাকাশ থেকে
নেমে আসছে রক্তিম অন্ধকার
অন্ধকারে অবরুদ্ধ আধখানি চাঁদ
জোস্নাহীণ বেদনায় রক্তবমি ঢেলে দেয়
মুছে দিতে চায় শরীরের সমস্ত ক্ষত।
অন্ধবুদ্ধিজীবীরা বিষাক্ত বারুদের গন্ধ শুঁকে
শব্দ দূষণ, বায়ু দূষণের বিশ্বমাত্রিক সমাবেশে
পরিতৃপ্তির ঢেকুর তুলে বোগল বাজায়
সুকান্তদের বাসযোগ্য পৃথিবীতে যদি
সভ্যতা মূর্মুষূ রোগীর মত শ্বাসকষ্টে গোঙায়
মাটির স্বর্গে নেমে আসে নরক যন্ত্রণা।
বহুমাত্রিক দূষণে জর্জরিত মনন, মগজ-
মানবতা। দশদিকে স্নায়ু যুদ্ধের মহোৎসব।
বন্ধ করো তোমাদের প্রতিহিংসার প্রতিযোগীতা
মানব সৃষ্ট ধ্বংসযজ্ঞ, কৃত্রিম মহাপ্রলয়ে-
পারমানবিক মিসাইলের শব্দে বিনিদ্র রাতে
শ্বাস-পতনের শব্দ শুনে আঁতকে উঠে পৃথিবী।
মানবিক হলে আনবিক যুদ্ধ হবে অবসান
এসো আবার আমরা মানুষের মত বাঁচি।
১৮-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।