দারু-লীন দহন
- প্রসূন গোস্বামী
যখন আঘাত হানো, তবে রসেতে অনল জ্বালব
আমি ধূলি হয়ে মিশে যাব!
মজ্জার তিমিরে চোট
কাষ্ঠের গহ্বরে ঠোঁট
বনানী ভোলেনি তার যন্ত্রণাময় জোট—
এ দেহ তক্তা হবে জানো?
যখন আঘাত হানো,
তবে রসেতে অনল জ্বালব
আমি ধূলি হয়ে মিশে যাব।
কারো ফলে ক্ষুধা মেটে, কারো ছায়ায় শীতল কোল
কারো শুধু মঞ্জরি, সুবাসিত উতরোল
বিলাসী পালিশে ঢাকা
যতটুকু ক্ষত রাখা
চিরল তন্তুর ভাঁজে অরণ্য-ছবি আঁকা—
শস্যের শরীরে আজ ক্লান্তির নীল রেখা
চ্যাপ্টা ডালের সাথে সবুজের শেষ দেখা।
বাকল খসেছে দ্যাখো, নগ্ন অস্থির কাঠ
কর্দম-শয্যায় পচনের রাজপাট
সবই তো পাতালে মেশে
বিস্মৃত শেষ দেশে
তরু কি সজীব থাকে পালিশের অট্টহাসে?
যখন আঘাত হানো, তবে রসেতে অনল জ্বালব
আমি ধূলি হয়ে মিশে যাব।
১৯-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।