অসহায় শিশু
- আব্দুল ওহাব
অসহায় শিশু মরিলে ধুঁকিয়া
দেখে না কেহ কী হাল!
মানবতা আজ কোথায় গেলো
আসিলো হীনতা কাল!
কামনার মোহে জন্ম পাওয়া
অপরাধ তার নহে,
তবু কেন তার চক্ষুতে আজ
যাতনা ধারা বহে?
সেঁধিয়ে আসেনি মায়ের গর্ভে
অপরাধ কার বলো?
জন্মের পরে সেই শিশু কেন
পিতামাতা হারা হলো?
মাতা অপরাধী পিতা অপরাধী
সমাজ নিলোনা দায়,
অতটুকু শিশু বাঁচিবে কিভাবে
বাঁচিবার নাই উপায়?
জঘন্য পিতা পাপিষ্ঠ মাতা
বাসনা মেটালো মোহে,
লিপ্সার ফল আনিলো ধরায়
আত্মা পোড়ে না দ্রোহে।
তোমার পাপের ভাগিদার নহে
কাঁদালে যাহারে তুমি,
ড্রেনের ভিতরে রাখিলে আড়ালে
দেখিলো যামিনী ভূমি!
অভিশাপ ছাড়া কী আর প্রাপ্য
তোমরাই আদি পাপী,
হুশিয়ার হও প্রভুর ক্রোধের
অনলে হইতে তাপী।
#SaveTheChildren #HumanityFirst
#SocialResponsibility
২১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।