মিছিল করি চল্!
- আব্দুল ওহাব

নবীন ছেলের জীবন হারা বুলেট কেন বল্?
বুক চিতিয়ে চল্ রে তোরা মিছিল করি চল্।
তুফান বেগে চল্ ছুটে চল্ বাঁধার পাহাড় ভাঙ
সবাই মিলে মিছিল করে পাড় হই বাঁধার গাঙ।

বিশৃঙ্খল এর হোতা যারা ভাং রে তাদের ঠ্যাং
জীবন হানি করতে এলে হোস্ না যেন ব্যাঙ।
সামনে দাঁড়া পাহাড় সেজে জয়ের ধ্বনি কর্
দেশের শত্রু দশের শত্রু বিনাশ সবই কর্।

মরণ দেখে ভয় করিস্ না ওহে নবীন দল?
অনিয়ম সব ভেঙে গড়বি দেশটি তোরা বল্।
অনিয়ম সব করতে ছেদন করিস্ না রোদন
ভয় করিস না বুলেট বোমা সাজিস্ না মদন।

দেশটি তোদের গড়তে হবে সবাই আগে আয়
দেশের হাল ধর না তোরা দেশ তোদেরই চায়।
তোদের টাকায় অস্ত্র কিনে করলে গুলি তাক্
জীবন ভিক্ষা চাস না যেন সাজবি মৌয়ের চাক।

তোরা হারলে দেশটা হারবে, জীবন বাজি ধর
মরলে মরবি দেশের তরে ভয় কিসে রে তোর?
ভাইয়ের বুকে মারছে গুলি ঠক্ শকুনের দল;
কোথায় গেলি দামাল ছেলে, বর্ম হাতেই চল্।

*কবিতার বিষয়বস্তু: মিছিল করি চল্*

কবিতাটি দেশের তরুণ সমাজকে উৎসাহ প্রদান করে দেশের উন্নতির জন্য সকল অন্যায়ের বিরুদ্ধে তরুণ সমাজকে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন এবং অন্যায়ভাবে নবীব ছেলেদের বুকে গুলি করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং শাসনব্যবস্থার সকল অন্যায়ের বিরুদ্ধে মিছিল করে প্রতিবাদ জানাতে নবীন ছেলেদের উৎসাহ দিয়েছেন।

কবি প্রতিকী অর্থে বলেছেন যে,
বিশৃঙ্খল এর হোতা যারা ভাং রে তাদের ঠ্যাং..
এতে কবি বুঝাতে চেয়েছেন, যারা বিশৃঙ্খলার সাথে জরিত তাদের বিরুদ্ধে নবীন ছেলেদের কঠিন প্রতিবাদী ভূমিক্ায় অবতীর্ণ হতে হবে।

সকল অনিয়ম ভেঙে দেশকে গড়ার প্রতি জোর দিয়েছেন

কবি বলছেন যে দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর দেশকে গড়ে তুলতে হবে।

*ব্যাখ্যা:*
- কবি বলছেন যে নবীন ছেলের জীবন হারা বুলেট কেন, কবি এখানে নিরহ মানুষের বুকে গুলি করার প্রতিবাদ করেছেন।

- কবি বলছেন যে বুক চিতিয়ে চল্ রে তোরা মিছিল করি চল্, অর্থাৎ কবি দেশের তরুণ সমাজকে একসাথে মিলে জুলুম শাসনের বিরুদ্ধে প্রতিবাদী হতে উৎসাহ প্রদান করেছেন।

- কবি বলছেন যে তুফান বেগে চল্ ছুটে চল্ বাঁধার পাহাড় ভাঙ, কবি, দেশের তরুণ সমাজকে অন্যায়কারীর বিরুদ্ধে সকল বাঁধা অতিক্রম করতে বলেছেন।

- কবি বলছেন যে সামনে দাঁড়া পাহাড় সেজে জয়ের ধ্বনি কর্, অর্থাৎ দেশের তরুণ সমাজকে কবি অধ্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে অন্যায় দূর করে বিজয় চিনিয়ে আনতে নবীন ছেলেদের উৎসাহ দিয়েছেন।

*সারাংশ:*
কবিতাটি দেশের তরুণ সমাজকে উৎসাহ প্রদান করে দেশের উন্নতির জন্য কাজ করতে আহ্বান জানানো হয়েছে। কবি বলছেন যে দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর দেশকে গড়ে তুলতে হবে।


২১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।