রক্তদান
- আব্দুল ওহাব
রক্ত দিলে হয়না ক্ষতি
বাঁচে মানব প্রাণ,
রক্ত দানে করবো মোরা
নতুন জীবন দান।
সুস্থ সবল মানব দেহে
রক্ত তৈরী হয়,
বারেবারে রক্ত দেওয়ায়
হয়না জীবন ক্ষয়।
রক্তদান এক মহৎ সেবা
বাঁচায় রুগীর জান,
তরুণ যারা জাগবে সবে
বাড়বে তাদের মান।
রক্ত দিলে স্থাপিত হয়
নতুন বন্ধন বেশ,
রুগীর জীবন ফিরে পেলে
বন্ধন হয়না শেষ।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
সবার রক্ত লাল,
রক্ত দেওয়া সম্পর্ক তাই
হবে মায়ার জাল।
২১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।