ভূতের ভুঁড়ি
- আব্দুল ওহাব

বলছে দাদী শেওড়া গাছে
পেত্নী থাকে ডালে!
আঁধার রাতে ঘাড় মটকায়
একলা চলার কালে।

ভূতের ফন্দি সুযোগ পেলে
ভয় দেখাবে কেঁদে,
পেত্নীর ইচ্ছে বউ সাজিয়ে
সুন্দরী রূপ ভেদে।

ভয় দেখাতে পেত্নীর গলে
ভূত লাগাবে দড়ি,
ভয় করিস না যাবার বেলা
দেখলে ভূতের ভুঁড়ি!


২১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।