দুখ
- আব্দুল ওহাব

মনের হরষে অলস পরশে
হেলায় ছেড়ো না কাজ,
উদর ভরিতে কাজের তড়িতে
চলা জন পরে তাজ।

যে জন দিবসে মনের বিবশে
সময় করিবে পার,
প্রয়োজনে তার কাজ মেলা ভার
ঘনিবে তিমির তার।

অলস জীবনে দুখের চিবনে
দুর্দশায় ভরে জান,
সমাজের তরে মানবের ঘরে
হারাবে তো তার মান

সময়ের কাজ অসময়ে বাজ
যে জন দিবসে মাতে,
ক্ষুধার জ্বালায় রবে না ভালায়
দুখ জোটে তার ভাতে।

সময়ের জালে চলিলে যে তালে
জীবন আসিবে সুখ,
অবহেলা যার জুরি মেলা ভার
বিষাদ ভরাবে দুখ।


২১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।