বাংলার কিল!
- আব্দুল ওহাব

ধান্ধাবাজি করলে আবার
খাবি বাংলার কিল,
পরের দ্বারে গিয়ে আবার
দাঁত কেলাস খিলখিল!

লজ্জা শরম সব খোয়ালি
চাঁদা তুলে খাস,
বলদ হয়ে জন্মিলে তুই
তোকে দিতাম ঘাস!

জাগছে তরুণ যুব সমাজ
হাড্ডি করবে জল,
ধান্দাবাজি ছাড়বি কি-না
নাকে খত দে বল!

গতর খাটা নইলে এবার
পালা ছেড়ে দেশ,
কিলের চোটে হাড্ডি জলে
আস্ত হবি শেষ।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।