সাম্যের গান
- আব্দুল ওহাব

জন্মিলেই কী হওয়া যাবে সৃষ্টির সেরা মানুষ?
রাজা-বাদশা ধনিক লোকে হারালো কেন হুঁশ?
সব মানুষের সৃষ্টির উৎস এক নূরেতে গাঁথা
এক আদম ও হাওয়া ছিল মানবকুলের ছাতা।

রাজা-বাদশা ফকির গরীব এক শেকড়ী বংশ
ধনী-গরিব জাত-পাত্র দ্বেষ ডাকছে শুধু ধ্বংস?
রাজা-বাদশা ধনী গরীব স্রষ্টার এক পরীক্ষা
দুখীকে দান করে কেন বলছো দিলাম ভিক্ষা?

বেদুইন বা মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান মানুষ
সবাই সমান, বাদশাহী ধনীত্ব বাহাদুরী ফানুস।
রাজত্ব সিংহাসন দখলদারী বাড়ছে হানাহানি পরাশক্তির ধান্ধাবাজি হইছে জানাজনি।

জাতী ধর্ম বর্ণ বিভেদ সভ্যতার ভুলভ্রান্তি
ধ্বংস করবে মানবজাতি ঘটুক নতুন ক্রান্তি।
আদাম সন্তান জেগে ওঠো দাও ঐক্য ধ্বনি
সভ্যতা ভাই রাখতে বেঁচে সবাই আছো ঋণী।

ন্যায়নীতি ও সাম্যবাদে গড়ি মানব মন্দির
দ্বন্দ্ব বিবাদ বল প্রয়োগী মুক্ত করবো বন্দির।
আমি মানুষ আমরা মানুষ মানব ধ্বনি উঠুক
স্বার্থ ঘৃণা ভুলে গিয়ে অমর কানন ফুটুক।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।