তৃষ্ণার আত্মা
- আব্দুল ওহাব

ক্ষুধাতুর আত্মা!
জ্বালামুখ ত্রাস,
আকাঙ্খা পোষে ছারখার
ভূলোকে পরিচিত ওরা
মায়াহীন জন্তু!

ওদের মুখ ভরাতে পারে কে?
আগ্নেয়গিরির লাভা ছাড়া,
পিপাসি আত্মা পর ধনে আসক্ত
মানুষ্যরূপী চেহারা...

ওদের পিছনে কে?
চলে কার ছত্র-ছায়ায়?
কৌতুহলী চোখও দেখে না
কী যেন হয়, কত যে ভয়?

কর্মতে সুখ খোঁজেনা ওরা
লুট করা ধনে সুখ খোঁজে,
পরের ধন কাড়িয়া নিয়া
মদ গাঁজা রোজ ভোজে।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।