আঁচলে বাঁধি
- আব্দুল ওহাব

আসিয়াছ যখন আঁচলে রাখিও বাঁধি
হাতটি ছেড়োনা আসিলে মরুময় আঁধি।
তব আগমনে কাটিল নিরাশা অমানিশা
হৃদয়ে বিধুর চেতনায় ফিরিলো দিশা।

তব আগমনে আঁধারে ফুটিলো আলো
মিলন মোহনায় প্রাপ্তির প্রদীপ জ্বালো।
আকাশ হাসিলো নক্ষত্র চন্দ্রিমার সুরতে
দিশাহীন নেশা মাতিব প্রেমের চূড়াতে।

আবডালে চুপিচুপি মাতিলো একি হিয়া
জড়াইলে আদুরী সুমধুর মাধুরী দিয়া।
নয়নতারা পলাশ শিমুল ফুটিবে বাগে
ফাগুনের সময়ে তুমি থাকিও না রাগে।

অপেক্ষার প্রহর কাটাইয়া আসিলো সুখ
যাতনা মূর্ছনায় অশ্রুতে ভাসিবেনা বুক।
জীবনে কখনো আমাকে যাইবেনা ছাড়ি
স্নেহময় কুঠিরে হিমালয় দিবো পাড়ি।

প্রেমের বাঁধনে মুড়িয়ে কাটইব দিবা রাতি
মিলন কাননে ফোটাইয়া বিজয়ের ভাতি।
জগৎ দেখিবে প্রেমো বিজয় জয়জয়কার
নিরালা নিরাশা রহিবেনা হাহাকার আর।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।