কাজে নেই লাজ
- আব্দুল ওহাব
মিছে করে ভয় কাজ ফেলে রয়
সুখ খোঁজে শুধু মনে,
কভু তারা হায় ফল নাহি পায়
পড়ে রয় ঘর কোণে।
হাহা করে হৃদ চোখে নাহি নিদ
করে না'কো চোখে লাজ,
পেট পুরে খায় কাজে নাহি যায়
সারা দিন করে সাজ।
কাজ করা জনে লোকে গুণী মানে
সব স্থানে হয় জয়,
কাজ ছাড়া যারা দামে নেই তারা
মানে হয় শুধু ক্ষয়।
কাজ করে যারা সুখে রয় তারা
কেটে যায় সব দুখ,
কাজ ছাড়া লোক করে মিছে শোক
কভু পায় না'কো সুখ।
কাজ করে হেলা কেটে দেয় বেলা
সুখ খোঁজে শুধু বোকা,
কাজে যারা রয় সুখ তারি হয়
কভু পাবে না'কো ধোঁকা
২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।