ভাষার কান্না
- আব্দুল ওহাব
যে ভাষার জন্য কত শহীদ হলো প্রাণ
সে ভাষার রাখে না কেউ প্রকৃত মান।
লেখক কবি রাখত যদি লেখায় অবদান
দেশি শব্দ না কেঁদে গাইতো মায়ের গান।
সবার মুখে মিশ্র ভাষা কথার বেলায় ভাব
ইংলিশ হিন্দি উর্দু করে আসল ভাষা সাফ।
উদাস হয়ে শিক্ষক গুরু শেখান মিশ্র ভাষা
খাঁটি ভাষা কান্না করে, মেটে না মন আশা।
ইস্কুল কলেজ সংসদে যায় না কেহ বাদ
আধুনিক হতে চায় এ কেমন মনের সাধ?
তবে কেন ঝরলো প্রাণ, কিসের বলিদান?
সর্বত্র চাই খাঁটি বাংলা বাঁচাই ভাষার মান।
২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।