পণ
- আব্দুল ওহাব

সৃষ্টির সেরা মানুষ হয়ে
জন্ম হলো আমার ভাই
তাইতো আমি মরার পরে
সবার মনে থাকতে চাই।

এই জগতে আমার দ্বারা
বর্বতা হবে না,
অমানুষের কর্মকাণ্ডের
ছায়ায় কভু রবো না।

রাখবো মনে জীবন বেলা
স্রষ্টার আমি সেরা জীব,
অনাচার আর জুলুম দেখে
চুপ রবেনা আমার জিব।

আমার দ্বারা না-হয় যেন
অন্য লোকের কোন ক্ষয়,
থাকতে বেঁচে সবার মাঝে
ষড়রিপু করে লয়।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।