ভুলের শিক্ষা
- আব্দুল ওহাব
লজ্জিত হও শংকিত হও
কেন ভুলের পর?
অতীত ভেবে দেখো তুমি
ভুল হয় জীবনভর।
জীবন চলার পথে তোমার
ভুলটা হবার ভয়,
ভুলের থেকে শিক্ষা নিয়ে
জীবন করো জয়।
ভুলের পরে শিক্ষা নিয়ে
করলে তোমার কাজ,
এই ধরাতে সফল হবে
করতে পারবে রাজ।
সৃষ্টির সেরা মানব জাতি
তবু করে ভুল,
ভুলের পরে শিক্ষা নিলে
রয়না তাহার তুল।
ভুল করাটা দোষের না'কো
শুধরে নিলেই হয়,
ভুলের মাঝে থাকলে পড়ে
জীবন হবে ক্ষয়!
২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।