বন্ধুত্ব
- আব্দুল ওহাব
আসল বন্ধু অতি আপন
বুক জুড়িয়ে থাকে,
বিপদকালে সামনে গিয়ে
আপন ছায়ায় রাখে।
বন্ধুত্ব হয় স্বার্থ বিহীন
দু হৃদয়ের মিলে,
একে অন্যের পরিপূরক
মেশে অন্তর দিলে।
বিশ্বাস থাকে ভালোবাসায়
খুনসুটি রয় ভরা,
চোখের আড়াল হলে পরে
মনে লাগে জরা।
বিনা সূতোর বাঁধন দিয়ে
বন্ধন অটুট রাখে,
বিপদকলে যায় না সরে
টেনে কাছে রাখে।
বন্ধু বানাই স্বার্থ বিহীন
খাঁটি মানুষ চিনে,
নইলে জোড়া ছুটবে শেষে
না জানা দোষ বিনে।
২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।