সৃষ্টিকর্তা
- আব্দুল ওহাব

নীল আকাশে তারার মেলা কে বানালো শুনি?
এই পৃথিবীর কোন কুতুবে বলতে পারো গুনি?
ঐ আকাশে কোনখানে চিড় কী দেখা যায়?
আকাশ সমান ১টি আকাশ কে বানাতে পায়?

ঐ ১টি আকাশ ১টি তারা কে বানাতে পারো?
পরাশক্তি রাজা-বাদশার সাধ্য নাই তো কারো।
এক সূর্যের আলো তাপে এই জগৎ কে বাঁচায়?
আকাশ ভরা তারা দিয়ে বলো তো কে নাচায়?

শ্বাস-প্রশ্বাসের বায়ু দানে কোন মহাজন যাচে?
সবার জীবন হায়াত মউত কাহার হাতে আছে?
ঐ মহাসাগর পাহাড়-পর্বত কার হুকুমে চলে?
বৃক্ষলতা মেঘের ভেলা জগৎ ভাসায় কে পলে?

১৮ হাজার মাখলুকাতের স্রষ্ঠা কোনজন বলো?
সবাই মিলে তাঁর প্রশংসায় মেতে উঠবো চলো।
করুণাময় মহান আল্লাহ সকল সৃষ্টির মালিক
সকল সৃষ্টির আকার দাতা ১ স্রষ্টা তো খালিক।

নাপাক বীর্যে তৈরি মানুষ কার ঘোষণায় শ্রেষ্ঠ?
বলো একবার আমায় তুমি ছোট বা বয়োজ্যেষ্ঠ।
এক আল্লাহতে বিশ্বাসী হও নইলে তুমি বোকা
হারাবে কূল চলনে ভুল শরিক সব তো ধোঁকা।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।