মা'য়ের দোয়া
- আব্দুল ওহাব

মা'য়ের দোয়া আরশ ছেঁদে
একথা কি জানো ভাই,
সকল কাজের আগে ও ভাই
মা'য়ের দোয়া নেওয়া চাই।

মা'য়ের পায়ের নীচে খুঁজো
স্বর্গ থেকে আসা সুখ,
এমন মা আর পায় না যেন
তোমার থেকে কভু দুখ।

মা'য়ের দোয়া থাকলে সাথে
করবে তুমি ভুবন জয়,
মহান আল্লাহ থাকবে খুশি
আখিরাতে হবে জয়।

মা'য়ের পায়ের নীচে জান্নাত
হাদিসেতে পাওয়া যায়,
মা'য়ের সেবা জান্নাত লাভের
শ্রেষ্ঠ জানা এই উপায়।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।