কথার তীর
- আব্দুল ওহাব

একটু খানি ভালোবাসার স্নেহ পরশ কথা
যদি তুমি পুষতে পারো ধন্য হবে যথা।
জয় করিয়ে এই দুনিয়া সবার হবে প্রিয়
বলো দেখি এ কর্ম কী নয়কো করা শ্রেয়?

ভালোবাসার আলো দিয়ে ভুবন করবে জয়
অবহেলা আর অনাদরে আসবে পরাজয়।
অশ্রদ্ধা আর অবহেলায় অনেক বিপদ ঘটে
ভুলের পরে ভুল করাজন ভুক্তভোগী বটে।

একটু খানি কথার তীরে হতাশ হলে লোকে
ভুক্তভোগী হলে তুমি কেউ কাঁদবে না শোকে।
ভুক্তভোগী হবার আগে বুজতো যদি সবাই
বলতো তখন ওর বিপদে আমরা সবে দাই।

সবাই হতো সবার তরে থাকলে ভালোবাসা
গরীব দুঃখী সচরাচর হতো না নিরাশা।
এই সমাজে কত মানুষ থাকে তোমার আশে
তোমার করা অবহেলা চোখটি তাদের ভাসে।

সব মানুষ বাসলে ভালো যাবে না রসাতলে
যাও কেন ভাই মানুষ হয়ে লোভ ললসা ছলে।
দাও না ভাই ভালবাসা কাউকে নয় অবহেলা
জেনে রেখো ক'দিন পরে সাঙ্গ তোমার খেলা।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।