ইচিংবিচিং ঢং!
- আব্দুল ওহাব

প্রজাপতি! প্রজাপতি!
কোথা চলো ভাই,
এসো মোরা দু'জন মিলে
দূর দিগন্তে যাই!

কোথা পেলে নকশি করা
পাখনা ভরা রং,
ওড়ার সময় কেন করো
ইচিংবিচিং ঢং?

ফুল বাগানে যাবে বুঝি
মধু খাবার চাও,
বলো না ভাই রংধনুর রং
কোথা তুমি পাও?

তোমার সাথে আমি যাবো
পাখনা কোথা পাই,
তোমার সাথে আমি গিয়ে
বন্ধু হবার চাই!

তোমার সাথে ঘুরে আমি
পাবো মনে সুখ,
আমার কথা শুনে কেন
লুকাও তুমি মখ?


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।