জীবন চলার গতি
- আব্দুল ওহাব
জীবনের পথ সরল নহে
প্রত্যেক পদে দ্বন্দ্ব,
জলতরঙ্গের ঢেউয়ের মতো
এই ভালো এই মন্দ।
জোয়ার ভাটার মতো চলে
জীবন চলার গতি,
সুখ ও দুঃখ হয় না করো
সহনশীলের অতি।
সরল পথে চললে জেনো
পাবে সুখের দেখা,
অসৎ পথে থাকলে তুমি
বদলে ভাগ্য রেখা।
সরল পথে চললে মেলে
প্রশান্ত এক আত্মা,
অসৎ পথের দ্বিধাদ্বন্দ্ব
কেউ দিয়োনা পাত্তা।
অসৎ পথে থাকলে কেহ
সুখ রবে না নীড়ে,
সরল পথে সুখ পাখিটি
বারবার আসে ফিরে।
২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।