পরকীয়া মোহ
- আব্দুল ওহাব

পরকীয়া করে জীবন নষ্ট
মিথ্যা ছলনা মোহে,
হৃদয় পোড়ে সংসার ভাঙে
দুই হৃদয়ের দ্রোহে।

পরকীয়া হলো জিনা ব্যভিচার
সমাজ নষ্টে গোড়া,
পরকীয়া দোষ অশ্লীল কাজ
অজানা সুখের থোড়া।

পরকীয়া করে চেহারা নষ্ট
বাড়ায় দুষ্ট গ্লানি,
অপরাধ বোধ জাগ্রত হলে
ঝরায় চোখের পানি।

পরকীয়া হলো চিত্তের ব্যধি
নিষিদ্ধ সুখ নেশা,
চুরমার হয় জীবনের সাধ
হারায় বোধের দিশা।

বিশ্বাসে হয় বিধান খেলাপ
হাতছানি দেয় দুখ,
বোধের উদয় ঘটলে তখন
মেলেনা কেঁদেও সুখ।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।