হালাল রুজি
- আব্দুল ওহাব
হালাল পথে করবে যারা
রুজির টাকা আয়,
সুখের দেখা পায় তো তারা
খোদার দয়া ছায়।
হালাল পথে করলে রুজি
মেলে ও ভাই সুখ,
হারাম হলে কামাই রুজি
ভুগতে হবে দুখ।
পরের হকে আঘাত হানি
মাথায় দিলে তাজ,
হঠাৎ এসে পড়বে জুড়ে
বিপদ ঘটা বাজ।
হারাম ছেড়ে হালাল পথে
সবার থাকা চাই,
হালাল পথে থাকলে কারো
মরণে ভয় নাই।
হারাম পথে যেওনা ভাই
হারাবে দুই কূল,
হারাম রুজি করলে তুমি
করছো বড় ভুল।
২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।