সত্য কথা
- আব্দুল ওহাব

মিথ্যে কথা ধ্বংস ডাকে
জীবন করে ক্ষয়,
সত্য কথা তারার মতো
সাক্ষী হয়ে রয়।

মিথ্যে বলে হয়নি বড়
এ জগতের কেউ,
লোক ঠকানো মানুষগুলো
যেন আজব ফেউ!

সত্য পথে থাকলে জেনো
নেইকো কোন ভয়,
সত্য কথা রাখলে মুখে
হবে জগৎ জয়।

মিছে কথায় মেলেনা ভাই
এই জগতে সুখ,
চলার পথে হোঁচট মেলে
বাড়ায় শুধু দুখ।

সত্য কথা বললে মুখে
থাকবে খুশি রব,
রোজ হাসরে বিচার দিনে
দেখবে চোখে সব।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।