খোকা-খুকু
- আব্দুল ওহাব
ধর্মীয় জ্ঞান থাকলে জেনো
নাস্তিক হয়না কেউ,
এ জ্ঞান ছাড়া মানুষ যারা
সাজবে সদা ফেউ।
নিজকে তারা জ্ঞানী ভাবেন
অস্বীকার তার ধন,
ঈশ্বরে তার অস্বীকার রয়
অহংবোধের মন।
মহান রবের সৃষ্টি আমি
তাঁর দয়াতে বাঁচি,
রবের দয়ায় প্রাণটি নিয়ে
দুনিয়াতে আছি।
ধর্মের বিধান মেনে চলি
তাই করি না ভয়,
স্রষ্টা আমার থাকলে খুশি
দু'কূল হবে জয়।
জীবন বোধে বলছি শোনো
খোকা-খুকুর দল,
ধর্ম শেখায় গাফলাতি নয়
সবাই শিখি চল।
২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।