আল্লাহ এক
- আব্দুল ওহাব
এক আল্লাহ্তে বিশ্বাস করি
আল্লাহর দয়ায় বাঁচি,
অতি মাহান সেই আল্লাহ
অতি দয়াল সাঁচি।
শরিক বিহীন আল্লাহ আমার
সবকিছু তাঁর হাতে,
অবুঝ মানব শরিক বানায়
শিরক করে তাতে।
ধন-দৌলত ও রিজিক হায়াৎ
সবকিছুর সেঁ মালিক,
দেখছি যাহাই, না দেখা সব
সবকিছুর সেঁ খালিক।
পাপী নিষ্পাপ সকল প্রাণীর
জীবন দাতা তিনি,
ঐ যে আকাশ এই যে জমিন
ধারণ করেন যিঁনি।
ওহে মানব এক আল্লাহ্তে
বিশ্বাস তুমি করো,
রোজ হাসরে যাবার আগেই
ঈমাান নিয়ে মরো।
ঈমান বিহীন মরলে তুমি
বুঝবে বিচার বেলা,
এই পৃথিবী পরীক্ষাগার
সৃষ্টি প্রভুর খেলা।
২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।