নীলাঞ্জনা
- আব্দুল ওহাব

ওহ্ বন্ধু তোর মায়াময় মুখ
মিষ্টি মুখের বুলি,
তাইতো তোরে খুঁজতে গিয়ে
আমায় গেছি ভুলি।

তোর সেবাতে দেবতা আজ
হইছে যেন কুলি,
বল না আগে তোক আমি রে
কোথায় রাখি তুলি?

তোর হাসিতে বুক ভরে যে
সুখের ছোঁয়া লাগে,
তোর মনেতে বেদন ছোঁয়া
আমার বুকে জাগে।

লোভ দেখিনি তোর মনেতে
মানুষের যা থাকে,
খুশি থাকিস সবসময় তুই
রব যেমনে রাখে।

যেথায় থাকো যেভাবে হোক
সদাই ভালো থেকো,
দুর্বিপাক কাল আসলে কভু
আমায় ডেকে দেখো।

#poetrycommunity #highlightsシ゚ #everyoneシ゚


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।