আমি বাংলায় কথা কই
- আব্দুল ওহাব
আমি শুধু বাংলার নই আমি সকলের কথা কই
আমি বৃক্ষলতা পাখপাখালি প্রকৃতির মাঝে রই।
আমি দুঃখীদের কথা লিখি প্রেমের রঙে মাখি
আমি বঞ্চিত নিপিড়ীত নিষ্পেষিত পক্ষে থাকি।
আমি উদাস ভাবনাবাদী আমি নদীর কথা বলি
প্রাণ মস্তকে উচ্ছৃঙ্খল ভাব বাস্তব সত্যে চলি।
আমি ভয়হীন, জুলুম দেখলে সামনে দাঁড়াই রুখে
ভাবনা আমার, দুঃখী সবাই থাকবে কবে সুখে?
আমি কবি চিত্তের বাঁশি স্রষ্টার গুণ-গানের দাসি
আমি সাম্যবাদী ছবি আমি মানবতা ভালোবাসি।
আমি মহামানবও নই, আমি বিধাতার সেরা সৃষ্টি
অনাচার আর জুলুম হলেই সেথায় রাখি দৃষ্টি।
আমি ছন্দ-তালে নৃত্য করি বাজাই কবির বাঁশি
যে যাই বলুক আমি হলাম সবার হৃদয় চাষী।
আমি সত্য বলে বলিয়ান নত হয় না এই শির
আমি স্রষ্টার নটরাজ মানবের কল্যাণে হই স্থির।
২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।