ঝরা ফুল
- আব্দুল ওহাব
ফুটিবার আগে ঝরিয়া গিয়াছে
না ফোটা ফুলের রাশি,
অনুভবে আজ কুসুমের কলি
গলায় বেঁধেছে ফাঁসি!
যতনে গড়িয়া রতনে বাঁধানো
কুসুম কলির মালা,
প্রীতির বাঁধনে হৃদয় দহনে
হয়েছে অনল জ্বালা!
হদয়-কাননে ব্যথার যাতনা
খুঁচিয়ে দিতেছে শূল,
সেঁধিয়ে হাসিয়া শিক্ষা পেলুম
ফুটিয়া প্রেমের হুল!
মায়ার বাঁধনে প্রেমের সাধনে
পেয়েছি দাগানো ব্যথা,
জীবন পরতে হাহাকার করে
শুনিলোনা সব কথা।
শিশিরের জল মরীচিকা ছল
এসেছিল মোর দোরে,
ফুটিবার আগে মোতির ঝলকে
বিলীন হয়েছে ভোরে!
২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।