সুরঞ্জন
- আব্দুল ওহাব
সুরঞ্জন শোন, যাস না রে তুই সুরঞ্জনার কাছে
সুরঞ্জনা নন্দিত তাই অহংকার তার আছে।
উতলা তুই হোস কেন বল কিসের আশা মনে
তোর যাতনা বুঝবে না রে ভাবী আপনজনে।
বুঝিসনা তুই আসেনা সে, ঘুরেনা তোর পিছে
সুরঞ্জনায় আশ্বাস দিছে তোকে ও ভাই মিছে।
তার হৃদয়ে গড়ছে বসত নাগাল্যান্ড রাজপুত্র
এতদিনেও শিখলি না তুই মানুষ চেনার সূত্র।
একটু থাম, ভেবে দ্যাখ আরো, শক্ত করে মন
খুব দুষ্কর মানুষ চেনা, সব নয়তো আপনজন।
হলো কী তোর ঘুমের ঘোরে চিন্তা কেন করিস?
যা ইচ্ছে তা ভাবিস মনে কিশের আশে মরিস?
এত্তো বোকা তুই হলে কী সমাজ চলবে বল?
মিথ্যা আশার পিছন ঘুরে হচ্ছিস কেন তল?
ফিরে আয় ভাই আমার কাছে লেখায় তুলে ঝড়
পর কখনো হয়না আপন পর সে-তো ভাই পর।
২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।