চেনা রীতি
- আব্দুল ওহাব

শহর ঘুরে দেখছি কত
পাইনি খেয়া ঘাট,
নিষেধ করে বাইরে যেতে
পাই না খোলা মাঠ।

আমার গাঁয়ে নদীর বাঁকে
খেয়া ঘাট ও আছে,
পালান ক্ষেতে ফাঁকা জায়গা
আছে ঘরের পাছে।

গাঁয়ের শোভা সবুজ শ্যামা
জুড়ায় দেখে আঁখি,
গাঁয়ের মাঝে আমার আছে
নয়ন চেনা পাখি।

বৃক্ষ-লতায় দোয়েল পাখি
হঠাৎ দিতো শিস,
কারও মনে রাখে না কেউ
মুখ বাঁকানো বিষ।

বাড়ির পাশে পুকুর ডোবা
রইছে তাতে মাছ,
খাবার তরে কৃষক সবে
ফসল করে চাষ।

শহর জুড়ে কোথা ও নাই
মানব তরে প্রীতি,
আমার গাঁয়ে আছে ও ভাই
স্বজন চেনা রীতি।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।