তোকে ভোলা যায় না
- আব্দুল ওহাব
যত বারে মন থেকে ভুলে যেতে চাই
তত বার হুল ফোঁটা ব্যথা মনে পাই।
আপনের মতো তোকে কেন মনে হয়?
তোর কথা ভেবে ভেবে হবো বুঝি লয়।
তোর কোন দোষ নাই সব দোষ মোর
নিরালায় কেটে রাত হয়ে যায় ভোর।
কত কাল কত মাস এভাবে যে যাবে
মন-প্রাণ কভু নাহি সুখ আর পাবে।
যত দিন বেঁচে থাকি সুখ খোঁজা ভবে
তত দিন তোর কথা এই মনে রবে।
দূরে থাকা ভালা ছিল কেন এলি কাছে
চাপা দুখ ছোটে বুঝি তোর পাছেপাছে।
কী করে যে ভুলি তোকে হৃদে তোর বাস
অগোচরে থেকে যাবি সেথা বারো মাস।
দিন মাস কাল ভেদে সদা থাক বেশ
তোর কথা ভেবে ভেবে আমি হবো শেষ।
২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।