হুঁশিয়ার
- আব্দুল ওহাব
ওহে যুবক! পিতার ব্যথা যাচ্ছ কেন ভুলে?
পিতা ছাড়া আপন কেহ রইছিল কোন্ কূলে?
ঔরস থেকে পিতা করলো জীবন শক্তি দান
বয়সকালে রাখলে দূরে নয় কী অপমান?
জন্ম দিয়ে আশ্রয় দিয়ে করছে তোমায় বড়
কোন সাহসে একি তুমি অবমান তাঁর করো?
আঙুল ধরে হাঁটার কথা ক্যামনে গেলে ভুলি?
কর্ম শেষে যে'জন এসে নিতো কোলে তুলি।
অসুস্থ আর বয়স দেখে করছো পিতার হেলা
আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দাও নিষ্ঠুর একি খেলা?
তোমায় মানুষ করতে যেজন করলো কত কষ্ট!
কেঁদে কেন আজকে হলো দুই নয়ন তাঁর নষ্ট?
ধনের বলে ভুলছো তুমি জন্মদাতার কথা
তোমার কর্ম ফলে ভুগবে বয়স বাড়লে যথা।
অপেক্ষায় রও কর্ম ফলের বৃদ্ধা শ্রমে যেতে
মাদুর পেতে থেকো সেথা কর্মফলটি পেতে।
২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।