সুশিক্ষা
- আব্দুল ওহাব

সন্তান যদি সুশিক্ষা পায়
স্বার্থক হবে তুমি,
সুসন্তানকে জগৎ জুড়ে
সবাই দেবে চুমি।

মানব রূপে জন্ম নিলে
হয় না সবে মানুষ,
শিক্ষা বিহিন মানব হলে
আস্ত হবে ফানুস।

সব সন্তানের প্রথম শিক্ষা
মাদ্রাসাতে হলে,
নৈতিক শিক্ষা মেলে তাদের
যায় না রসাতলে।

দ্বীন দুনিয়া সোজা পথের
সেখানে পায় শিক্ষা,
মানুষ হতে সবার লাগে
ধর্মীয় জ্ঞান দীক্ষা।

ধর্মীয় জ্ঞান শেখার পরে
অন্য শিক্ষা নিলে,
জীবনের পথ সহজ হবে
অন্তর-আত্মা দিলে।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।