প্রভুুর ক্ষমা
- আব্দুল ওহাব

পূণ্যের কাজে থাকলে তবে
শ্রেষ্ঠ মানুষ হবে,
একূল ও কূল দুই কূলেতে
সদাই ভালো রবে।

ভালো-মন্দ ফলের জন্য
স্বর্গ-নরক সৃষ্টি,
সকল কর্মের প্রতি মাবূদ
সর্বদা দেন দৃষ্টি।

ভালো কর্মের ফলে মিলবে
নেয়ামতের স্বর্গ,
মন্দ কর্মের ফল স্বরূপে
জোটে নরক খর্গ।

আল্লাহ যদি প্রকাশ করত
মহাপাপের খাতা,
এই সমাজে থাকত না'তো
তোমার উঁচু মাথা

সকল কর্মের হিসেব হবে
পাপপুণ্য রয় জমা,
পুণ্যের পাল্লা অধিক হলে
পাবে প্রভুর ক্ষমা।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।