মনের প্রিয়া
- আব্দুল ওহাব

দূরের প্রিয়া দূরেই থাকো
ভুলি কেমন করে?
না ফোটা ফুল কেমন করে
যাচ্ছে যেন ঝরে!

সকাল দুপুর রাত্রি বেলা
রাখো চোখের আড়ে,
মরণ দশা আসলো বুঝি
মরি প্রেমের ভারে।

না হয় যদি এই জীবনে
তোমার সাথে দেখা,
হৃদয় ভাঁজে রাখব জেনো
নব প্রেমের রেখা।

মরার পরে চাঁদের দেশে
থাকবো পাশাপাশি,
মোদের দেখে না চেনা লোক
করবে হাসাহাসি।

কেউ জানে না বুঝবে তুমি
মনের যতো কথা,
গোপন থাকা প্রেমের মালা
রাখি দু'জন যথা।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।