যাত্রী হুঁশিয়ার
- আব্দুল ওহাব

অরুণরেখা শুকালো না এখনো নিস্তব্ধতায় ঢাকা
রবিকর হেরি নমো নমো করি ফাঁকা স্বপ্ন আঁকা।
অতল গহ্বরে ডুবিতে বসিছে চারপাশ করে স্তব্ধ
আসিবে ঝড় ভঙিবে ঘর স্বাধীনতা করিতে জব্দ।

কুচক্রী মহল ঘিরিয়া রাখিলে দোর দীপ্তি রশ্মি মুখ
তুফান ঝড় আসিবে তড়িতে ঘটাবে আহাজারি দুখ।
বিচ্ছিন্ন করিতে মাতৃ সিনা দামালের উদ্যত শির
হাহাকার আসিলে কভু সাজিও হে অকুতোভয় বীর।

পুতে হইলে বিভীষণ নিরপদ থাকে না পিতামাতা
কেহ আসিবে না রুখিতে, পাবে না নিরোধী ছাতা।
মাতৃ অম্বর বিপদ ঘন্টা দেখে নিস্প্রভ হয় চন্দ্র ছটা
কি হইবে? কে ধরিবে হাল পদে পদে লাগিলে জটা?

আবার ঘটিবে ঝঞ্ঝা রক্তাক্ত হইবে এই পথ মা মাটি
এই জাতি বুঝি হবে না কখনো সুশৃঙ্খল পরিপটি!
দেশাত্মবোধ না থাকিলে কিসের নাগরিক কী নেতা?
জেগে ওঠ হে নবীন তাড়াতে হবে বিভীষণ প্রেতাত্মা।

অস্থিমজ্জায় পচন ধরিছে পারাবার উপায় খোঁজো
উপরে ফেলো ক্ষতিকর শিকড় যদি তোমরা বোঝো।
ডামাডোল চারিদিকে আসিতেছে কালবৈশাখী ঝড়
কে ধরিবে হাল? যাত্রা অনিশ্চিত যাত্রী টলমল খর।


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।