হারামজাদা
- আব্দুল ওহাব

যে ধর্ষক সে নয় মাতৃ পুত
ভাঙরে শালার ঠ্যাং,
সামনে পড়লে চেনা গেলে
কষে মারেক ল্যাং।

হারামজাদা ধর্ষক পেলে
পাথর ছুঁড়ে মার,
সবাই মিলে কোমর পুঁতে
মাটির নীচে গাড়।

সকল রাস্তার মোড়ে ঝুলে
ওদের চিনে রাখ,
অণ্ডকোষে পাঁথর ঝুলে
রাস্তায় কষা পাক।

রাস্তার ধারে নদীর তীরে
ধর্ষকের নাই ঠাঁই,
ধর্ষক পেলে সবাই মিলে
খোজা করা চাই।


২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।