রোজা
- আব্দুল ওহাব
নীল আকাশে চাঁদ উঠেছে
থাকিও ভাই রোজা,
নিষ্পাপ হবে মাটির দেহ
কমে পাপের বোঝা।
মানব তরে ফরজ করে
রোজা দিলেন প্রভু,
পাপের বোঝা ভারী হলেও
ক্ষমা মিলবে তবু।
আত্মশুদ্ধির মহা সুযোগ
রাোজার মাসে থাকে,
জিকির করো নামাজ পড়
কাজের ফাঁকেফাকে।
পাপের কর্ম বর্জন করে
পূণ্য অর্জন করি,
খোদার কাছে ক্ষমার আশে
নয়ন অশ্রু ঝরি।
রোজার মাসে ছদকা-দানে
সবাই উঠি মাতি,
মরার পরে আসবে ফিরে
হয়ে কবর বাতি।
২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।