শেষ ঠিকানা!
- আব্দুল ওহাব
সবার হবে শেষ ঠিকানা
মাটির কবর ঘর,
মরার পরে আত্মীয়-স্বজন
সবাই হবে পর।
মানব জীবন পরীক্ষাগার
আল্লাহ পাকের দান,
নেক আমলে গড়লে জীবন
সতেজ থাকে প্রাণ।
আমলনামা পূণ্যে ভরলে
মরেও পাবে সুখ,
পাপের বোঝা অধিক হলে
মিলবে সেথা দুখ।
প্রভুর দেওয়া জীবন বিধান
সবার মানতে হয়,
মানব তৈরি দালান ঘরে
পাপে পূর্ণ রয়।
লোভ লালসা হিংসা-দ্বেষে
হয়না কভু জয়,
সরল পথে চললে মানুষ
হবে না'কো লয়।
২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।