অন্নদান
- আব্দুল ওহাব
উঠলো রোজার চাঁদ
মিথ্যা দেবো বাদ,
সত্য বলবো সবে
আত্মা শুদ্ধ হবে,
রোজাতে হয় গুনা মাফ
করবো না'কো কোন পাপ।
প্রতিবেশীর খোঁজ
রাখবো সবে রোজ,
সেহরি বেলা এলে
কাছে কারো পেলে,
পেট ভরে ভাই অন্ন দেই
আপন বলে কাছে নেই।
কাতারবন্দি হই
সবর করে রই,
ইফতার করবো মিলে
অন্ন দেবো বিলে,
ইফতারকালে অন্ন দান
করলে হবো পুণ্যবান।
আমরা সবাই ভাই
ভেদাভেদ আর নাই,
এক মাটির সৃষ্টি মানুষ
রোজার সময় ফিরুক হুঁশ,
গরীব ফকির ঘৃণ নয়
করি সবার হৃদয় জয়।
২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।