মাহে রমজান
- আব্দুল ওহাব
আবার এলো মাহে রমজান
এগারো চাঁদ পরে,
খুশির জোয়ার বইছে তাতে
মুসলমানের ঘরে।
পাপ মোচনে করবো সবাই
একটি মাসের রোজা,
রোজার শেষে কমবে আমার
সকল পাপের বোঝা।
রোজা হলো ফরজ বিধান
মানবো ও ভাই সবে,
রোজার আদব মানলে আমি
মুমিন হবো তবে।
রোজার সময় দিনের বেলা
নিষেধ পানাহারে,
সাবধান থাকি স্ত্রী সহবাস
চাঁদের সকল বারে।
ইচ্ছে করে ছাড়লে রোজা
হবো বড় পাপী,
সকল রোজা করতে হবে
পেতে স্রষ্টার মাফি।
২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।